• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৮:৩৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০৮:৩৮ এএম

বাস ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা শাজাহান খানের 

বাস ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা শাজাহান খানের 
শাজাহান খান - ফাইল ছবি

পরিবহন শ্রমিক নেতা ও কর্মীদের অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ শাজাহান খান। বৃহস্পতিবার দিনভর পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন। এর আগে সারা দেশের ট্রাক ও কাভার্ড ভ্যান এবং পণ্য পরিবহন চালকদের সঙ্গে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্ট সংগঠনের শ্রমিক ইউনুস আলী খান। বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল শুরু হয়। 

ট্রাক ও কাভার্ড ভ্যান চালকদের কর্মবিরতি প্রত্যাহার হলেও বাসচালক ও সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের অঘোষিত ধর্মঘট চলমান রেখেছিল। এ কারণে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দিনভর রাজধানীর সেগুন বাগিচায় স্বাধীনতা হলে বাসচালক ও পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে শাজাহান খান বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন ওসমান আলীসহ শ্রমিক ফেডারেশনের নেতারা। বৈঠক শেষে একাধিক শ্রমিক নেতা বলেন, শাজাহান খানের নির্দেশনা মোতাবেক ফেডারেশনের কাজ চলবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিও চালানো হবে। 

এইচএম/ এফসি

আরও পড়ুন