• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২১, ২০১৯, ০২:২১ পিএম

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের - ফাইল ছবি

নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। 

শনিবার (২১ ডিসেম্বর)বেলা ১টা ২০ মিনিটে তা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করেন এবং সমর্থন করেন পীযুশ কান্তি ভট্টাচার্য। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সমর্থন করেন বিদায়ী কমিটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন তিনি। এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর ২৫ মিনিট চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির সবাই। 

এএইচএস/বিএস 

আরও পড়ুন