• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ০২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২০, ০৩:৪৮ পিএম

যতোদিন প্রয়োজন মাঠে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

যতোদিন প্রয়োজন মাঠে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ● ফাইল ছবি

কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সহযোগিতায় যতোদিন প্রয়োজন ততোদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

বুধবার (১ এপ্রিল) দেশের অর্থনীতিতে কোভিড প্রভাব মোকাবেলায় করণীয় সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ কথা জানান।

সরকারের চাহিদা অনুযায়ী আরও সেনা মোতায়ন করা হবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ সময়ে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা চালু রাখা যাবে। পাশাপাশি পোশাক শিল্পের জন্য সরকারের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ২ শতাংশ সুদে দেয়া হবে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক কারখানা বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশনা নেই। তবে যারা কারখানা চালু রাখবেন, তাদের অবশ্যই শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।

কোভিড প্রতিরোধে সরকারের নির্দেশনা মানাতে রাজধানীতে আরও কড়াকড়ি অবস্থান নিয়েছে সেনা ও আইন-শৃঙ্খলা বাহিনী। তবে নানা প্রয়োজনে সকাল থেকে সড়কে রিক্সা ও অন্যান্য ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।

কেউ অপ্রয়োজনে বের হয়েছে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়িতে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী গাদাগাদি করে নেয়া হচ্ছে কিনা তাও তল্লাশি করছেন সেনা ও পুলিশ সদস্যরা। জরুরি কাজ ছাড়া কেউ বের হলেই তাকে বাসায় ফেরত পাঠানো হচ্ছে।

বিভিন্ন কাঁচাবাজার এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। নির্দিষ্ট দূরত্ব মেনে কেনাকাটা করতে বাধ্য করা হচ্ছে ক্রেতাদের। মাইকিং করে বুঝানো হচ্ছে কোভিড সংক্রমণের ঝুঁকি। ইন্ডিপেন্ডেন্ট।

এসএমএম

আরও পড়ুন