• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০২০, ০৪:৫১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০২০, ০৪:৫১ পিএম

স্বাস্থ্যর ডিজির পদত্যাগপত্র গ্রহণ

স্বাস্থ্যর ডিজির পদত্যাগপত্র গ্রহণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাপত্র গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
বুধবার (২২ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। এছাড়া অব্যাহতি দেয়া হয়েছে অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল হাসানকে। 

এর আগে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। করোনা মোকাবিলায় ব্যর্থতাসহ সাম্প্রতিক নানা কারণে সমালোচিত স্বাস্থ্য অধিদপ্তর। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তিসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায়, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের তীর ছিল আবুল কালাম আজাদের দিকে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, নতুন মহাপরিচালক নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে।

এছাড়া বিশ্বে যেখানেই করোনার ভ্যাকসিন আবিষ্কার হোক, বাংলাদেশ যেন বঞ্চিত না হয়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সচিব এম এ মান্নান।

এম.ইউ

আরও পড়ুন