• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২০, ১১:৪৬ এএম

মসজিদে বিস্ফোরণ

আজ তদন্ত প্রতিবেদন জমা দেবে তিতাস

আজ তদন্ত প্রতিবেদন জমা দেবে তিতাস

নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহতের ঘটনায় গঠিত তিতাসের তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে প্রতিবেদন জমা দেবে কমিটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি জানান। তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান অন্য সদস্যদের নিয়ে প্রতিমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে এসে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করবেন।

গেল ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩১ জন মারা গেছেন। প্রথমে এসি বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলা হলেও পরে গ্যাসলাইন থেকে মসজিদে বিস্ফোরণ ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

মসজিদ কমিটির দাবি, মসজিদের নিচে গ্যাসের পাইপ গেছে। এ বিষয়ে তিতাসের কর্মকর্তাদের জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেননি। এ ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর তিতাস ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে

জাগরণ/এমএইচ

আরও পড়ুন