• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৬, ২০২১, ১০:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৬, ২০২১, ১০:০৬ পিএম

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বঙ্গবন্ধুর শস্যচিত্র 

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বঙ্গবন্ধুর শস্যচিত্র 

বিশ্বরেকর্ড গড়লো শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। মঙ্গলবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের এই শস্যচিত্র। প্রকল্পের উদ্যোক্তা প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রোকেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে।

মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতি তৈরির জন্য ২৯ জানুয়ারি থেকে কাজ শুরু হয়। শেরপুরের বালেন্দা গ্রামে প্রায় ১০০ বিঘা জমিতে রোপণ করা হয় চীন থেকে আনা বেগুনী হাইব্রিড ও দেশি সবুজ ধানের চারা। চারাগুলো বড় হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে।

বগুড়াবাসীকে এই গৌরবের খবর জানান প্রতিষ্ঠানের পরিচালক ইয়ালিদ বিন রহমান। গিনেজ কর্তৃপক্ষ ই-মেইল বার্তায় এই রেকর্ডের কথা জানান বলে উল্লেখ করেন তিনি। জানা গেছে চীনের একটি রেকর্ড ভেঙে গিনেজ বুকে স্থান পায় বাংলাদেশের শস্যচিত্রটি।