• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০৯:৩২ পিএম

রাবি সফরে ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার

রাবি সফরে ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার
রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা

 

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সফর করেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।

এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিষয়সহ পারস্পরিক আগ্রহ সম্পর্কে আলোচনা করেন। সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র প্রমুখ।

পরে ড. সোয়াইকা রসায়ন বিভাগ পরিদর্শন করেন। সেখানে তিনি বিভাগের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদারসহ শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়াও বিভাগের গবেষণাগার, সেমিনার লাইব্রেরিসহ শিক্ষা ও গবেষণা সহায়ক সুবিধাদি ঘুরে দেখেন।

প্রসঙ্গত, তিনি রসায়ন শাস্ত্রে দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এসসি/এসজেড