• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৩:৪৩ পিএম

জামায়াত নেতার বক্তব্যকে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী

জামায়াত নেতার বক্তব্যকে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতাকারী এবং জঙ্গিবাদি যে ধারণাগুলো আছে, সেই ধারণা ও চিন্তাগুলোকে যদি তারা আদর্শ বলে। সেই আদর্শকেই ধারণ করেই যদি আরেকটি ভিন্ন নামে সংগঠন করার এটি একটি অপপ্রয়াস কিনা সেটিও আমাদের দেখা দরকার।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি আরো বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। ছোটখাটো যে ব্যত্যয়গুলো ঘটেছে তা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্যে যা যা ব্যবস্থা নেয়া প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয় তা নেবে।

ওই সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহেমদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী প্রমুখ।

কেটি