• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১, ২০১৯, ০১:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১, ২০১৯, ০২:৩১ পিএম

এরশাদ শঙ্কামুক্ত নন, গুজব না ছড়ানোর অনুরোধ জিএম কাদেরের

এরশাদ শঙ্কামুক্ত নন, গুজব না ছড়ানোর অনুরোধ জিএম কাদেরের
জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে কথা বলছেন জিএম কাদের; ছবি- কাশেম হারুন

 
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হুসেইন মুহম্মদ এরশাদের সহোদর জিএম কাদের বলেছেন, এরশাদের শারীরিক  অবস্থা অপরিবর্তিত। এখনো অক্সিজেন দেয়া হচ্ছে। কিডনিতে ইনফেকশন আছে। ওনাকে শঙ্কামুক্ত বলা যাবে না। 

সোমবার (১ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এসব কথা বলেন জিএম কাদের। 

এ সময় তিনি এরশাদের শারীরিক অবস্থা বা মৃত্যু নিয়ে কোনো গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে বুঝে শুনে মন্তব্য করতে অনুরোধ জানান তিনি।

সকাল পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে যে কথা হয়েছে সে প্রসঙ্গ টেনে জি এম কাদের বলেন, ‘তারা (চিকিৎসকরা) আমাদের বলেছেন যে, তার (এরশাদ) শারীরিক অবস্থা স্থিতিশীল বা অপরিবর্তিত। চিকিৎসকরা বলছেন, স্থিতিশীল থাকা শুভ লক্ষণ। তার মানে হলো তার অবস্থা খারাপের দিকে যায়নি। তার ফুসফুসে যে ইনফেকশন (সংক্রমণ) ছিল সেটা কিছুটা কমের দিকে। গতকাল শ্বাসকষ্ট ছিল, সেটা আজ কমেছে। তবে আজ উনার কিডনিতে ইনফেকশন বেড়েছে। কিডনি কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। উনার অবস্থা অপরিবর্তিত। মেজর কমপ্লিকেসি কমে আসছে, অন্য দিকে কিছু কমপ্লিকেশন তৈরি হচ্ছে। তার অনেক বয়সও হয়েছে। তার অবস্থা স্থিতিশীল হলেও তিনি শঙ্কামুক্ত নন।’

এ সময় দেশের বাইরে চিকিৎসার জন্য তাকে নেওয়া হবে কি না তা জানতে চান এক সাংবাদিক। জবাবে জি এম কাদের বলেন, ‘দেশে যা চিকিৎসা হচ্ছে তা স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক)। চিকিৎসকরা বলেছেন এই অবস্থায় তাকে কোথাও নেওয়া ঠিক হবে না। তবু এই সিদ্ধান্ত তারা আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা চিকিৎসকদের ওপরই ভরসা রাখছি।’

জেডএইচ/আরআই

আরও পড়ুন