• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৯, ০৬:৫৫ পিএম

বগুড়া-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যর মৃত্যুর গুজব

বগুড়া-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যর মৃত্যুর গুজব

      
বগুড়া-৩ (আদমদীঘী-দুপচাঁচিয়া) আসনে মহাজোটের প্রার্থি বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার মৃত্যুবরণ করেছে বলে চারিদিকে গুজব ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে এ খবর ছড়িয়ে পড়লে অসংখ্য গুনগ্রাহি সংসদ সদস্যের পরিবারের আত্মীয় স্বজন ও মহাজোট নেতাদের কাছে ফোন করে খবরের সত্যতা জানতে চান।

উপজেলা যুবলীগের সহসভাপতি গোলাম রব্বানি নিরব জানান, নবনির্বাচিত সংসদ সদস্য মো. নুরুল ইসলাম তালুকদার হৃৎপিন্ডের প্রদাহজনিত কারণে শারিরীকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মৃত্যর খবর নিছক গুজব। আমরা তাকে দেখতে গিয়েছিলাম কিন্তু তিনি ঘুমিয়ে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি।

উল্লেখ্য, মহাজোট প্রার্থি মো. নুরুল ইসলাম তালুকদার ৩০ ডিসেম্বর ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ১ লাখ ৫৭ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৪ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন।

এসসি/