• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৯, ২০২০, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০২০, ০৩:৩৫ পিএম

ধাক্কা দেয়া ময়ূর-২ লঞ্চ জব্দ হলেও চালক পলাতক

ধাক্কা দেয়া ময়ূর-২ লঞ্চ জব্দ হলেও চালক পলাতক
সংগৃহীত ছবি

রাজধানীর শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে আরেকটি লঞ্চ ডুবে গেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ২৩ পুরুষ, ৫ নারী ও দুই শিশু রয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান নিশ্চিত করেছে ডুবরি দল।

স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিংবার্ড লঞ্চটি, ঘাটে ভেড়ার আগ মুহূর্তে, চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চের সাথে ধাক্কা খায়। এতে মর্নিংবার্ড লঞ্চটি ডুবে যায়।

এ সময় অনেক যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রয়েছে নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থা।

ধাক্কা দেয়া ময়ূর-২ লঞ্চ জব্দ করা হলেও পলাতক রয়েছেন চালক।

নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।

এসএমএম

আরও পড়ুন