• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৯, ০৬:৪০ পিএম

আত্রাইয়ে ১৯ মাদকসেবীর কারাদণ্ড

আত্রাইয়ে ১৯ মাদকসেবীর কারাদণ্ড

 

নওগাঁর আত্রাই উপজেলায় ১৯ মাদকসেবী ও জুয়ারিকে আটকের পর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫ এর এএসপি জাহেদ শাহরিয়ার।

আটকরা হলেন- উপজেলার শিমুলিয়া গ্রামের গোলাম সর্দার, ভরতেতুলিয়া গ্রামের হাবল প্রামাণিক, একই গ্রামের রফিকুল, আমরুল কসবা গ্রামের মফেল, থাই পাড়া গ্রামের এরশাদ, একই গ্রামের জিয়াউর রহমান, বিহারীপুর গ্রামের মোজাহারুল সর্দার, একই গ্রামের গোলাম মোস্তফা, মহাদীঘি গ্রামের বাবু মণ্ডল, একই গ্রামের মজিব, সদুপুর গ্রামের মানিক মণ্ডল, একই গ্রামের মজিবর রহমান, খোলাপাড়া গ্রামের খলিলুর রহমান, একই গ্রামের কিয়ামত আলী, নাজমুল হক, শামীম দেওয়ান, হিঙ্গলকান্দী গ্রামের হারুন উর রশিদ ও একই গ্রামের সেকেন্দার হোসেন।  

নির্বাহী ম্যাজিষ্ট্রট ছানাউল ইসলামের নেতৃত্বে আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ১৩ পুড়িয়া গাঁজাসহ ১৯ জনকে আটক করার পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। আদালতের নির্দেশে আটক আসামীদের নওগাঁ জেল কারাগারে পাঠানো হয়েছে।

এএইচবি/এসসি