• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ০৩:২১ পিএম

গৌরীপুরে ইটভাটায় চলছে কাঠ পোড়ানোর মহোৎসব

গৌরীপুরে ইটভাটায় চলছে কাঠ পোড়ানোর মহোৎসব
গৌরীপুরে ইটভাটায় প্রকাশ্যে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। ছবি- জাগরণ

 

রক্ষকই ভক্ষক সেজে গিলে খাচ্ছেন সবুজায়ন। প্রবাদ বাক্যের সেই বাঘের চোখের ন্যায় টাকা দিলে মিলছে ইটভাটার অনুমোদন। ত্রিফলী জমি, আবাসিক এলাকা, বাগান ও বনের ভিতরেই ময়মনসিংহের গৌরীপুরে চলছে ইটভাটা। সবুজ অরণ্যে বিষাক্ত ধোঁয়া আঘাত করছে। প্রকাশ্যে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। 

ইটভাটায় স্তূপ করে রাখা কয়লা শুধুই শোবিজ। জৈব সার দিয়ে তৈরি ফসল উৎপাদনের পুষ্টি মাটিও গিলে খাচ্ছে ইটভাটা। কৃষি বিভাগের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ৮টি ইটভাটা। 

গৌরীপুর বেখৈরহাটি সড়কের দারিয়াপুরে হাব্বি উল্লাহ হাবিব চেয়ারম্যানের মেসার্স তারা ব্রিকস। কামাল উদ্দিন লিটনের মেসার্স তানিয়া ব্রিকসে প্রকাশ্যে ইটপোড়ানোতে কাঠ ব্যবহার হচ্ছে। তানিয়া ব্রিকসের ম্যানেজার মিলন মিয়া জানান, মাঝে মধ্যে লাকড়ি (কাঠ) লাগে। মূলত কয়লাই ব্যবহার করা হয়। তবে তারা ব্রিকসের মালিক হাবিব উল্লাহ বলেন, এটি কি শুধু আমার ইট ভাটায়। সব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে। 

ইটভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন জানান, সকল ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ছাড়পত্রের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। 

পরিবেশ অধিদপ্তর ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন লংঘন করেই চলছে, জাহিদুল ইসলামের জননী ব্রিকস, সাইফুল ইসলামের এস এম ব্রিকস, শিবপুরে শামছুল ইসলাম ভুইয়ার সামু ব্রিকস, বলুহায় সাফায়েত হোসেন ভূইয়ার শাফায়েত ব্রিকস, রামগোপালপুরে মোবারক হোসেন বাবলু ও গিয়াস উদ্দিনের এজিএম ব্রিকস, গুজিখায় আলী আকবর আনিছের বিসমিল্লাহ ব্রিকস, গনি মিয়ার চাচা ভাতিজা ব্রিকস, রসুলপুরে মোসলেম উদ্দিনের মেসার্স আয়েশা ব্রিকস, দারিয়াপুরে মুজাহিদুল ইসলাম বাবুলের মেসার্স শাপলা ব্রিকস। 

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক নূর আলম জানান, অবৈধ ও ছাড়পত্র বিহীন ইটভাটা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার ফারহান করিম জানান, কাঠ পোড়ানো হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএসটি