• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৯, ০৬:২০ পিএম

রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার

রাজশাহী সীমান্তে ফেনসিডিল উদ্ধার

 

রাজশাহী সীমান্তে ২৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে জেলার চারঘাটের ইউসুফপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ইউসুফপুর সীমান্তে বিশেষ টহল দিচ্ছিলো বিজিবি। এসময় একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ২৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন ইউসুফপুর বিওপির হাবিলদার অমল কুমার এবং বিশেষ টাস্কফোর্স।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৯৮ হাজার টাকা। এগুলো বিজিবির সিজার স্টোরে জমা করা হয়েছে। পরে সময়সমত প্রকাশ্যে ধ্বংস করা হবে।

কেএসটি