• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০১৯, ০১:০০ পিএম

নওগাঁয় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন

নওগাঁয় বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন

 

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মার্চ) প্রধান অতিথি হিসেবে কর্নারের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি মো. ছানাউল ইসলাম। অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ একে অপরের সঙ্গে জড়িত। একটি ছাড়া আরেকটি কল্পনা করা অসম্ভব। আগামী প্রজন্মকে এই দুটি বিষয় গভীর ভাবে জানতে হবে। বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার বিশেষ ভূমিকা রাখবে। এধরনের উদ্দ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চালু করা প্রয়োজন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী রনিজত কুমার চৌধুরী, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর করিম, কলেজের প্রভাষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইসরাফিল আলম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১ থেকে ১৫ খণ্ড, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ সংশ্লিষ্ট দুই শতাধিক বই ও ডকুমেন্টারি নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের এর উদ্বোধন করা হয়। 

কেএসটি