• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৫, ২০১৯, ০৫:২৩ পিএম

কোটি টাকার কারেন্ট জাল জব্দ : জরিমানা ৩৫ হাজার

কোটি টাকার কারেন্ট জাল জব্দ : জরিমানা ৩৫ হাজার

 

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোটি টাকা মূল্যের ৬ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল ইসলামের নেতৃত্বে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেস্ট ও জেলা কোস্টগার্ড কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট সামিউল ইসলাম ও উজ্জলসহ কোস্টগার্ডে কর্মকর্তারা।

ওই সময় হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির জীবন ষ্টোর থেকে ২৫ হাজার এবং প্রদীপ ষ্টোর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময় অপর একটি দোকান থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের পলিথিন জব্দ করা হয়।

জেলা কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা আব্দুল মাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্টান থেকে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হবে। তারা এখানে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রি করতো।

এসসি/