• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৯, ২০১৯, ০৩:৫৩ পিএম

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

 

লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মো. আবদুল কুদ্দুস খাঁনের দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার দক্ষিণ মান্দারী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহমিদা মুস্তফা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুল আলমের নেতৃত্বে মরহুম মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

জানা যায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন আবদুল কুদ্দুস খাঁন। ওই সময় তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের কমান্ডার ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। এছাড়াও তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার সকাল পৌনে ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর। ওই দিন বিকেল ৫টায় পৈত্রিক নিবাস দক্ষিণ মান্দারী পাঠান বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ, মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, বণিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সমাজকল্যাণ সম্পাদক জাহিদুর রহমান।

এসসি/