• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১০, ২০১৯, ০১:৫৫ পিএম

মিয়ানমারে চরমপন্থী সশস্ত্র হামলায় ৯ পুলিশ হত

মিয়ানমারে চরমপন্থী সশস্ত্র হামলায় ৯ পুলিশ হত
হামলার পর পুলিশি তৎপরতা। ইনসেটে: জঙ্গিদের বিচরণ পথ ও হামলায় আক্রান্ত এলাকা

 

গত শুক্রবার (৮ মার্চ) মিয়ানমারে এক সশস্ত্র জঙ্গি হামলায় ১৫ সেনা সদস্যকে হত্যার পর আবারো দেশটির প্রশাসনিক বাহিনীর উপর প্রানঘাতি হামলা চালালো স্থানীয় চরমপন্থী বোদ্ধ সংগঠন আরাকান আর্মির সশস্ত্র জঙ্গিরা।

রোববার (১১ মার্চ) প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়  জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্বের জেরে শনিবার (৯ মার্চ) রাতে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের পন্নাগিওন থানায় জঙ্গিদের এই সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে।  এএফপি

বার্তা সংস্থা  এএফপিকে দেয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় থানার একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এসকল তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, ওরা নয়জন পুলিশকে হত্যা করেছে। ঘটনায় একজন আহত হয়েছে এবং অন্য একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে ঘটনার পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় সন্ত্রাসীরা পুলিশ স্টেশনে রাখা আগ্নেয়াস্ত্র লুট করেছে। তবে তাতে হতাহতের কোনও তথ্য সংযুক্ত হয়নি।

২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে রাখাইন রাজ্যে বোদ্ধ সম্প্রদায়ের একক সাম্রাজ্য গড়ে তোলার আন্দোলনের নামে সশস্ত্র সংঘাত সৃষ্টি করতেই হত্যা, রাহাজানি, লুটপাটের মত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। মাত্র একদিন আগে মিয়ানমার সেনা বাহিনীর উপর হামলার ঘটনার পর আজ দেশটির পুলিশ প্রশাসনের উপর সশস্ত্র হামলা চালালো এএ সন্ত্রাসিরা। 

২০১৭ সালে রোহিঙ্গাদের উপর চালানো সাম্প্রদায়িক গণহত্যায় দেশটির সেনাবাহিনীর সহযোগি হিসেবে মুসলমান নির্যাতনে অঅনশ নিয়েছিলো এই স্থানীয় চরমপন্থী সন্ত্রাসি সংগঠন আরাকান আর্মি।

এস_খান