• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০১৯, ০৪:৪৮ পিএম

দৌলতপুরে রূপালী ব্যাংকে আগুন

দৌলতপুরে রূপালী ব্যাংকে আগুন

 

রূপালী ব্যাংক লিমিটেডের দৌলতপুর কর্পোরেট শাখায় জেনারেটর বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময়ে ব্যাংকের চুক্তিভিত্তিক একজন নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস, ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিদ্যুৎ চলে গেলে ব্যাংকের নিজস্ব ব্যবস্থায় জেনারেটর চালুকালে সেটি বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের অভ্যন্তরে আগুন দূত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। তবে ভল্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি জানা যায়নি। 

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের মোবিলাইজিং অফিসার মো. আমজাদ হোসেন বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর রূপালী ব্যাংক দৌলতপুর কর্পোরেট শাখায় আগুনের সূত্রপাত হয়। এ সময় দৌলজপুর, খালিশপুর ও বয়রা  ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থলে কর্মকর্তারা রয়েছেন। তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

এ বিষযে রূপালী ব্যাংক খুলনা প্রধান শাখার উপ-মহাব্যবস্থাপকের দপ্তরে টেলিফোনে অফিস সহকারী শেখ আহমেদ আলী জানান, বিদ্যুৎ চলে যাওযার পর জেনারেটর চালু করতে গিয়ে সেটি বিস্ফোরিত হয়। তিনি বলেন, ব্যাংকের দ্বিতীয় তলার অফিস কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি আগুনে পুড়ে গেছে। তাছাড়া ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানিতে কাগজপত্র সব ভিজে গেছে। তিনি বলেন, এ ঘটনায় ব্যাংকের চুক্তিভিত্তিক গার্ড আসিফ মোল্লা গুরুতর আহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক হোসেন বলেন, দৌলতপুরের রূপারী ব্যাংকে আগুন লাগার খবর শুনে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে। ঘটনাস্থল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। 

কেএসটি