• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ০৮:১৯ পিএম

জলদস্যুদের গুলিতে মাঝি নিহত

জলদস্যুদের গুলিতে মাঝি নিহত

 

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আল আমিন সরদার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। তার বাবার নাম আবদুস সত্তার সরদার। বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে তার মরদেহ নিয়ে জেলেরা পাথরঘাটা মৎস্য বন্দরে পৌঁছেছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে পাড় থেকে ৮০ কিলোমিটার দূরের গভীর সমুদ্রে জাল তোলার সময় এফবি তামান্না শারমিন ট্রলারটিতে হামলা চালায় জলদস্যুরা। এ সময় তারা ট্রলারটির দখল নিতে গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আল আমিন সরদার নিহত হন। 

ট্রলারটির মালিক আনিস মাতুব্বর ও সেলিম খান। আনিস মাতুব্বরের ছেলে আসাদ মাতুব্বরসহ মোট ১৩ জন জেলে ওই সময় ট্রলারটিতে অবস্থান করছিলেন। নিহত আল আমিন সরদার ছিলেন ওই ট্রলারটির মাঝি। 

কেএসটি