• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৮, ২০১৯, ০৪:২৮ পিএম

খালিয়াজুরীতে আগুনে ৫টি বসত ঘর পুড়ে ছাই  

খালিয়াজুরীতে আগুনে ৫টি বসত ঘর পুড়ে ছাই  
খালিয়াজুরীতে আগুনে ৫টি বসত ঘর পুড়ে ছাই

 

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মাইজপাড়ায় অগ্নিকাণ্ডে ৫টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বোয়ালী মাইজপাড়া গ্রামের মো. দোলা মিয়ার বসত ঘর থেকে রোববার গভীর রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মূহুর্তের মধ্যে তা চার পাশে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন ও মোহনগজ্ঞ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে আগুনে দোলা মিয়া, মো. তারা মিয়া, মো. ইদ্রিছ মিয়া, জুয়েল মিয়া ও গোলাম রসুলের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘরে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাদের ঘরে আগুন দিয়েছে। আগুনে তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ হযরত আলী জানান, বাড়িতে কোনো পুরুষ লোকজন ছিলোনা। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে কেউ হয়ত এ ধরনের ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

বিএস