• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৯, ২০১৯, ১১:২৫ এএম

শাহ আমানতে ফের গাঁজা ইয়াবাসহ যাত্রী আটক

শাহ আমানতে ফের গাঁজা ইয়াবাসহ যাত্রী আটক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর জুতা থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার -ছবি : জাগরণ

 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো গাঁজা ও ইয়াবাসহ জমির উদ্দিন নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার  (১৯ মার্চ) সকালে আবুধাবিগামী ওই যাত্রীর জুতা থেকে ৫৪০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের চূড়ান্ত তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রামের  হাটহাজারী উপজেলার জমির উদ্দিন ওই যাত্রী প্রায় ১০ বছর ধরে আবুধাবিতে যাতায়াত করেন। মঙ্গলবার আবুধাবি যাওয়ার পথে বিমানবন্দরে চূড়ান্ত তল্লাশির সময় স্ক্যানিং মেশিনে মাদকের বিষয়টি ধরা পড়ে। এরপর তার জুতা খুলে দেখা যায়, সোলের ভেতর সুকৌশলে ইয়াবা ও গাঁজা লুকানো। এ ঘটনায় তাকে আটক করা হয়। জমিরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত মঙ্গলবার শাহ আমানতে তোষকের ভেতর থেকে এক যাত্রীর কাছ থেকে গাঁজা উদ্ধার করেছিলো বিমান কর্তৃপক্ষ।

এসসি/এএস