• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০১৯, ০১:১৬ পিএম

মেঘনা নদীর নিষিদ্ধ জোনে মাছ ধরার অপরাধে ৩৩ জেলে আটক

মেঘনা নদীর নিষিদ্ধ জোনে মাছ ধরার অপরাধে ৩৩ জেলে আটক

ভোলার মেঘনা নদীর নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে অন্তত ৩৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে জাল ও মাছসহ আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোলার কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ভোলার ইলিশা, ভোলার খাল, মাঝের চরসহ মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে জাল ও মাছসহ ৩৩ জেলেকে আটক করা হয়। পরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামাল হোসেন তাদের প্রত্যেককে একবছর করে জেল প্রদান করেন। এর আগেই আটক করা জেলেদের পরিবার, সন্তানসহ সকলেই ছুটে আসেন উপজেলা পরিষদ চত্তরে। তাদের দাবি, সরকার কোনো বিকল্প ব্যবস্থা না করেই তাদের মাছ ধরতে দিচ্ছে না। তারা কিভাবে সংসার চালাবে। তাছাড়া সরকারিভাবে চাউল দেয়ার ব্যবস্থা করা হলেও তা সকলে পাচ্ছে না।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামাল হোসেন বলেন, নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে কোস্টগার্ড সদস্যরা ৩৩ জেলেকে আটক করেছে। পরে তাদের প্রত্যেককে একবছর করে জেল প্রদান করা হয়।

এসসি/