• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০১৯, ০৬:১২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০১৯, ০৬:১২ পিএম

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদীনিমন্ডল এলাকায় যাত্রীবাহী বনফুল পরিবহন বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্র অন্তর (১২) নিহত হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মেদনীমন্ডল এলাকায় টিফিন খেতে বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত অন্তর লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকার মালয়সিয়া প্রবাসী মো. রাজা মিয়ার ছেলে এবং মেদেনীমন্ডল আনোয়ার আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ঘটনার পর থেকেই ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী। পরে আড়াই ঘন্টা পর লৌহজং থানার নিবার্হী কর্মকর্তা কাবিরুল ইসলাম এর আশ্বাসে শিক্ষার্থীরা ও এলাকাবাসী মহাসড়কে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, রাস্তার পাশে থাকা স্কুল ছাত্রকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক আছে। মাওয়া থেকে ঢাকামুখী বনফুল পরিবহনের বাসটি রং সাইড দিয়ে এসে সড়কের পাশে থাকা স্কুলছাত্রকে ধাক্কা দেয়।

কেএসটি