• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৮, ২০১৯, ১০:১৭ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৮, ২০১৯, ০৪:১৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নি‌র্দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নি‌র্দেশ


শিক্ষার্থীদের ১০ দফা দাবি আদা‌য়ের জন্য লাগাতার আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। একই সাথে আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশও দেয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ববি কর্তৃপক্ষের নির্দেশক্রমে এমন একটি আদেশ ক্যাম্পাস ও আবাসিক হলের নোটিশ বোর্ডেও টানিয়ে দেয়া হয়েছে।

ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উযাপন উপলক্ষে উদ্ভুত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যের ক্ষমতা বলে ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

একই সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। তারা তাদের বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে ২৮ মার্চ বৃহস্পতিবার আন্দোলনের ঘোষণা দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জনসংযোগ কর্মকর্তাকে ফোন করা হলেও তারা তা রিসিভি করেননি।

আরআই