• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০১৯, ০৫:১৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০১৯, ১১:২২ পিএম

আবারো মা হলো পাগলি, বাবা হয়নি কেউ

আবারো মা হলো পাগলি, বাবা হয়নি কেউ

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে বুধবার (৩ মার্চ) বিকেলের দিকে সোনামসজিদ-কানসাট সড়কের একটি গাছের নিচে এক পাগলি নারী সন্তান প্রসব করেন। সন্তানটি কন্যা। কিন্তু শিশুটি কন্যাকে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যুবরণ করেন।

ইসরাইল মোড়ের এক দোকানের মালিক ফারুক আহমেদ জানান, বেশকিছু দিন থেকে প্রায় ৩০/৩৫ বয়সের এক পাগলি অন্তঃসত্বা অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন। বিকেলে হঠাৎ আমার দোকানের সামনে সে পাগলটি জোরে জোরে গোঙাতে থাকে। 

মারুফ আরো জানান, পরে এলাকার কয়েকজন মহিলা এসে দেখতে পাই ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছে সে পাগলি। এসময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো নারীটির। শিশুটি সে সময় মুমূর্ষ অবস্থায় ছিল।

তাৎক্ষণিক এলাকাবাসী সদ্য জন্ম নেয়া মা ও মেয়েকে শিবগঞ্জ হাসপাতালে নিয়ে যাবার পথেই শিশুটি মৃত্যু বরণ করেন। 

উল্লেখ্য, এর আগেও গত বছর আরেক পাগলি মা হয়েছিল যে সন্তানটিরও বাবা হননি কেউ। তখন তৎকালীন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই শিশুসহ পাগলি নারীটির পুনর্বাসনের ব্যবস্থা করেন।

কেএসটি