• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০৬:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ০৬:৩৫ পিএম

চুয়াডাঙ্গায় পাটের গোডাউনে আগুন

চুয়াডাঙ্গায় পাটের গোডাউনে আগুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাটের গোডাউনে আগুন লাগায় প্রায় ১২শ মণ পাট পুড়ে গেছে।

রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার পশুহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আলমডাঙ্গার পশুহাট এলাকায় পাটের বেশ কিছু গোডাউন রয়েছে। এর মধ্যে রোববার মহিবুল ইসলাম নামে এক ব্যবসায়ীর গোডাউনে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টা চালালেও তা নেভাতে সক্ষম হয়নি। পরে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এ সময় ১২শ মণ পাট আগুনে পুড়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লাখ টাকা।

এসসি/