• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ০৬:১৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০১৯, ০৬:১৭ পিএম

নিহত ছাত্রী মানসুরার বাড়িতে শোকের মাতম

নিহত ছাত্রী মানসুরার বাড়িতে শোকের মাতম

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিম ধসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মানসুরা বেগম নিহতের ঘটনায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ। দুদক বরগুনা-পটুয়াখালী অঞ্চলের উপ-পরিচালক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে দুদকের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
বরগুনা জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুব আলম সোমবার (৮ মার্চ) ঘটনাস্থলে গিয়েছেন। নিহত ছাত্রী মানসুরার বাড়িতে চলছে শোকের মাতম। পরিত্যক্ত ভবনটিতে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। 

গত শনিবার বেলা বারোটার দিকে তালতলী উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভীম ধ্বসে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মানসুরা বেগম মারা গেছেন। এসময় আহত হয়েছেন, আরো ৫জন।