• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০১৯, ১২:২৪ এএম

নোয়াখালীতে পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীতে পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত শিশু স্বজনদের আহাজারি- ছবি : জাগরণ

নোয়াখালীর চৌমুহনীর পৌর সভার ডেল্টা জুট মিলের আবাসিক এলাকার একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে- জুট মিল কলোনির বাসিন্দা বি-বাড়িয়ার কিমুতিক গ্রামের সাইফুল ইসলামের পুত্র ইয়াছিন (৬) ও  চৌমুহনী পৌর এলাকার গানিপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে সুমাইয়া (৫)। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই বোন।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার জুমার নামাজের সময় সবাই যখন যার যার কাজে ব্যস্ত তখন তারা দুজন বাসার পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল করার কোন এক সময় দুজন পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুদের মায়ের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে।
 
খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ দুটি উদ্ধার করে তাদের জিম্মায় নেয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেন। 

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, লাশ আপাতত আমাদের জিম্মায় থাকবে। নিহতদের আত্মীয় স্বজনের সাথে কথা বলে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে। তবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলেই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবুও মৃত্যুর কারণটি খতিয়ে দেখবো আমরা। 

কেএসটি