• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৯, ০৬:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩০, ২০১৯, ০৬:৪৬ পিএম

রাত পোহালেই ইলিশ ধরা শুরু

রাত পোহালেই ইলিশ ধরা শুরু
ইলিশ আহরণের জন্য প্রস্তুত জেলেরা

রাত পোহালেই বুধবার (১ মে) থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সকল মাছ আহরণে নামবে জেলেরা। ইলিশের পোনা জাটকা রক্ষায় গত মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে সরকার জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করে। এ সময় সকল ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ ছিল। 

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নিবন্ধিত ৫১ হাজার ১৯০ জেলেকে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য সরকার বিকল্প কর্মসূচি হিসেবে জেলেদেরকে ফেব্রুয়ারি-মে পর্যন্ত খাদ্য সহায়তা হিসেবে ৪০ কেজি করে চাল প্রদান করেছেন। এছাড়াও জেলেদেরকে বিকল্প কর্মস্থান কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন। যাতে করে জেলেরা নিষেধাজ্ঞা সময়ে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে উপার্জন করতে পারেন।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী এলাকার জেলে হাসান বেপারী, আনোয়ার হোসেন ও শাহজাহান গাজী জানান, জাটকা মাছ বেড়ে উঠার জন্য সরকার মাছ আহরণ করতে যে সময় নির্ধারণ করেছে, তা আমরা মেনে নদীতে মাছ আহরণ করিনি। কিন্তু এক শ্রেণীর অসাধু ও মৌসুমী জেলে জাটকা নিধন করেছে। পেশাদার জেলেরা অবসর সময় কাটিয়েছে। নিষেধাজ্ঞা শেষ এখন আমরা মাছ আহরণে নামবো। ইলিশ পাওয়া আর না পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদুল হাসান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল। জেলা ট্রাস্কফোর্সের সকল সদস্য এবং গণমাধ্যমের সহযোগিতা ছিল অভয়াশ্রম বাস্তবায়নে। এখন থেকে পদ্মা-মেঘনায় ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জেলেদের জন্য কোন নিষেধাজ্ঞা নেই। তবে ১০ ইঞ্চি সাইজের নিচে জাটকা ইলিশ আহরণ সব সময়ই নিষিদ্ধ। এই আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খাঁন বলেন, ইলিশ সম্পদ রক্ষায় অভয়াশ্রমকালীন দুই মাস জেলা প্রশাসন, নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, জনপ্রতিনিধিসহ সকলেই সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। সকলেই জাটকা রক্ষায় সহযোগিতা করেছেন।

কেএসটি