• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৮, ০৯:১৪ পিএম

যৌতুক মামলায় বন কর্মকর্তা জেলে

যৌতুক মামলায় বন কর্মকর্তা জেলে

 

যৌতুক মামলায় বরগুনার পাথরঘাটা উপজেলা বনবিভাগের বিট কর্মকর্তা মামুন হোসেন বেপারীকে জেলে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৭ নভেম্বর) ধার্য তারিখে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. মারুফ আহমেদ জামিন নামঞ্জুর করে মামুন বেপারীকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

মামুন বরিশালের বানারীপাড়া পৌর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আদালত সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্যাতন করে দুই কন্যা সন্তানসহ তাড়িয়ে দেয় মামুন। এমনকি, যৌতুক না পেয়ে অন্যত্র বিয়ের হুমকি দেন তিনি।

এমন অভিযোগ এনে মামলা করা হলে বিচারক তা আমলে নিয়ে সমনের নির্দেশ দেন।

আদালত সূত্র আরও জানায়, এর পূর্বে আরো একবার যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে মামুন। এ নিয়ে বানারীপাড়া থানায় মামলাও হয়। কিন্তু আপোস মীমাংসার কথা বলে স্ত্রীকে মামলা তুলে নিতে বাধ্য করেন মামুন।

আরএম/আরআই/এমটিআই