• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০১৯, ০৪:১১ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০১৯, ০৪:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপ্রয়োগে ৭০ লাখ টাকার মাছ নিধন 

ব্রাহ্মণবাড়িয়ায় বিষপ্রয়োগে ৭০ লাখ টাকার মাছ নিধন 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে বিষপ্রয়োগে মাছগুলো মরে ভেসে উঠেছে -ছবি: জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৬ একর আয়তনের তিনটি পুকুরে বিষপ্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য চাষী সাচ্চু মিয়া। 

বৃহস্পতিবার (৯ মে) সকালে মাছগুলো মরে ভেসে উঠলে বিষয়টি তাদের নজরে আসে।

সাচ্চু মিয়া জানান, তাদের মালিকানাধীন তিনটি পুকুরে একসাথে বিষপ্রয়োগ করে দুর্বৃত্তরা। বিষপ্রয়োগের ফলে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা গেছে। 

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি হয়ে যাওয়া উপজেলা নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএফ