• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০১৯, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০১৯, ০৬:১৩ পিএম

৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩

৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩
জাল টাকা ও এসব তৈরির সরঞ্জাম - ছবি : বাসস

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (দ.) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১০ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জীবন ওরফে সবুজ, জামাল উদ্দিন ও বাবুল ওরফে বাবু। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ডিবির সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা প্রথম দফায় জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ডিবির ওই টিম তাদের তথ্যের ভিত্তিতে রাতে পুরনো ঢাকার চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় লেনদেন করত। 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এইচ এম