• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০১৯, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০১৯, ০১:৪২ এএম

১২ ফুট অজগর ধরা পড়ল চবিতে

১২ ফুট  অজগর ধরা পড়ল চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্লুইসগেট এলাকায় আহত অবস্থায় জনগণের হাতে ধরা পড়েছে ১২ ফুট সাইজের এক আজগর।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় আহত অবস্থায় স্হানীয় জনগণের হাতে অজগরটি ধরা পড়ে। অজগরটির শরীরের বিভিন্ন স্হানে ক্ষত ও আগুনে পোড়ার দাগ রয়েছে।

ধারণা করা হচ্ছে, চবির জঙ্গলের কোথাও দেওয়া আগুনে পুড়ে অজগরটি আহত হতে পারে। স্হানীয়রা অজগরটির গলায় রশি বেঁধে মারতে উদ্যত হলে খবর পেয়ে চবির প্রাণিবিদ্যা বিভাগের ড. ফরিদ আহসান একে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ব্যাপারে ড. ফরিদ আহসান বলেন, ‘আমি সাপটিকে আগুনে পোড়ার ক্ষত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিই। সুস্থ হলে এটিকে চবি জঙ্গলে অবমুক্ত করা হবে।’

 

এনআই