• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০১৯, ১১:০৮ এএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০১৯, ১১:০৮ এএম

বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. আখতার হামিদ (৫২) নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১২ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তা আখতার হাদিম পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া বাসিন্দা মৃত রুস্তুম আলী খানের ছেলে ও গ্রামীণ ব্যাংক ফরিদপুর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, ব্যাংক কর্মকর্তা আখতার হামিদ মোটরসাইকেল যোগে ফরিদপুরে তার কর্মস্থলে উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথিমধ্যে ছয়মাইল নামক স্থানে বরিশালগামী দ্রুত গতির তুহিন পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর চালক দ্রুত গতিতে বাস নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু থানা পুলিশ নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক বা হেলপার কাইকে খুঁজে পাননি তারা।

কেএসটি