• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১২, ২০১৯, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১২, ২০১৯, ০৯:৪৪ পিএম

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মামুন (৪০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (১২ মে) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি জেলার কলমাকান্দার কনারকান্দা গ্রামে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌরসভার পারলা আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে মহুয়া গেটলক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে সাকুয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। এলাকাবাসী আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অটোরিকশার যাত্রী আবদুল্লাহ আল মামুন মারা যান।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার কথা তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

এনআই