• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৮, ০৯:৪৪ এএম

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত ১০

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪, আহত ১০

 

ফেনীর শর্শদী এলাকায় বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাস ও ট্রেনের সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনন্ত ১০ জন।  ফেনী সদর উপজেলার শর্শদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- শর্শদীর এলাকার মনসুর, দুলন, আবুল বশরসহ অজ্ঞাত এক শিশু।

ফায়ার সার্ভিস ফেনী স্টেশন ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, ফেনীর দাগনভূঁইয়া উপজেলার কৈখালী সুপার নামে একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার কৈখালী থেকে ফেনী আসছিল।  একই সময় বাহাদুরবাদ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাওয়ার পথে শর্শদী এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৪ জন নিহত হয়।  আহত হয় ১০ জন।  

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে।  আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রেলগেটটি অরক্ষিত থাকায় এ দুর্ঘটনাটি ঘটতে পারে বলে পুলিশ মনে করছেন।

এদিকে, ফেনী-২ সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান দেন।  পাশপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য সাহায্যের আশ্বাস দেন।

এএস/ এফসি