• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০১৯, ০৯:১৫ এএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০১৯, ০৯:১৫ এএম

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

চট্টগ্রামের কোতোয়ালিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত। নিহতের নাম মো. মনসুর (৪০)। তার বাড়ি রাঙামাটি জেলায়। এ ঘটনায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই তারেকুজ্জামান ও অমিত।

রোববার (১৯ মে) রাত রারোটার দিকে এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টাইগার পাস এলাকা থেকে সিএনজি নিয়ে নিউ মার্কেটের দিকে আসছিল ছিনতাইকারীরা। পরে পুলিশি চেক পোস্টকে এড়িয়ে পালাতে গিয়ে পলোগ্রাউন্ডের দিকে যায়। সেখানে পুলিশও পিছু নেয়। এসময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও গুলি করে। দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী ও দুই পুলিশ সদস্য আহত হয়। আহত ছিনতাইকারীকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া জানান, রাত সোয়া ১২টা চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, নিহত মনসুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় তিনটি ছিনতাই ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিও জব্দ করা হয়। 

কেএসটি