• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৯:১১ এএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৯:১১ এএম

একটি পরিবারকে মুছে দিলো গ্যাস সিলিন্ডারের আগুন

একটি পরিবারকে মুছে দিলো গ্যাস সিলিন্ডারের আগুন

গাজীপুরে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তান। গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় একটি বাড়িতে বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতরা হলেন-শাহ আলম (৩৮) ও তার স্ত্রী মনিরা (৩০) এবং ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালী বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ইসলামপুর এলাকায় মো. ইকবাল হোসেনের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। ঘটনার সময় রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। একপর্যায়ে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন লেগে যায়। এ সময় ঘরে থাকা শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গ্যাস সিলিন্ডারটি কোন কোম্পানির ছিলো তা জানা যায়নি।

আরআই