• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০১৯, ০৫:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ২২

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ২২

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকালে জেলার পাঘাচং, সরাইল ও নাসিরনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, সদর উপজেলার পাঘাচং দক্ষিণপাড়া এলাকায় আপন দুই ভাই কাজী রহিছ মিয়া ও কুদ্দুস মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হন। আহতরা হলেন বিলকিস, হৃদয়, রনি, মারুফ, হোসনে আরা, স্বপ্না ও নাজমুল।

এদিকে সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে মালু মিয়া ও নজুমুদ্দিন মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে ধান কাটা নিয়ে মালু মিয়া ও নজুমুদ্দিন মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মোবারক, মালু মিয়াসহ ১০ জন আহত হন।

অন্যদিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এনআই