• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৭, ২০১৯, ০৮:৪২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০১৯, ০৮:৪২ পিএম

আশুলিয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

আশুলিয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

সাভারের আশুলিয়ায় বেপরোয়া একটি অটোরিকশার ধাক্কায় শিরিন (৫৫) বেগম নামের পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। তবে এ ঘটনায় ঘাতক অটোরিকশা ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ। প্রতিনিয়ত বেপরোয়া অটোরিকশা ও লেগুনার ধাক্কায় দুর্ঘটনা ঘটলেও এসব পরিবহনের প্রভাবশালী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

সোমবার (২৭ মে) বেলা ৩টার দিকে নরসিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার উত্তর সারুয়া গ্রামের মৃত সিদ্দিক হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার এলাকায় শিরিন বেগম নামের এক বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনআই