• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০১৯, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০১৯, ০২:২৬ পিএম

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৯ মে) ভোররাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার নাটাপাড়ায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দুই মাদক ব্যবসায়ী উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে রুবেল ও মৃত আলী আহমদের ছেলে সেলিম মিয়া।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ভোররাতে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সীমান্তের নাটাপাড়ার একটি নির্জন বাগানে অবস্থান নেয় টহলরত বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে চোরাকারবারীরা গুলি ছোড়ে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী আহত হয়ে পড়ে থাকলে তাদেরকে উদ্ধার করে কুমিল্লার চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে ময়না তদন্তের জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

একেএস