• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০১৯, ০৭:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০১৯, ০৭:৪৮ পিএম

জামালপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

জামালপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১১) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী হযরত আলীকে (১৯) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারী হযরত আলী জামালপুর শহরের ধোপাকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

জামালপুর র‌্যাব-১৪ এর কার্যালয় ও অপহৃত স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বখাটে হযরত আলী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার (৩০ মে) রাতে ওই বখাটে স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে অপহরণ করে নিয়ে যান। এর পর থেকে স্কুলছাত্রী নিখোঁজ ছিল।

ছাত্রীর বাবা বৃহস্পতিবার রাত ১০টার দিকে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী হযরত আলীর চাচা মো.ইদ্রিস আলী ও তাঁর মা পরানা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। পরে জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী হযরত আলীকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জুনাইদ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই