• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০১৯, ০৪:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০১৯, ০৪:৫৬ পিএম

নানাবাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানাবাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়িতে নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিপা খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার দাসিয়ারছড়ার টনকার মোড় খরিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা খাতুন উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, নিপা খাতুন নানার বাড়িতে যাবে বলে বাবা-মায়ের কাছে কান্নাকাটি করে। মেয়ের আবদার পূরণ করতে বাবা নজরুল ইসলাম শুক্রবার (৩১ মে) বিকালে মেয়ে নিপা খাতুনকে দাসিয়ারছড়ার টনকার মোড় খরিয়াটারী গ্রামে তার নানা আক্কাছ আলীর বাড়িতে রেখে আসেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তার দুই মামাতো বোনসহ সে নানাবাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে নিপা গভীর পানিতে ডুবে গেলে তাকে না পেয়ে তার দুই বোন বাড়িতে এসে জানায়। পরে বাড়ির লোকজন ও এলাকাবাসী গিয়ে পুকুরে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে।

শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই