• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩, ২০১৯, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০১৯, ১২:২২ পিএম

ঈদে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর  

ঈদে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর  

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর। ৪ জুন থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 

আখাউড়া আমাদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। বন্ধের এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী ১০ জুন থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিষ্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়।

কেএসটি