• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০১৯, ১১:৪০ এএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০১৯, ১১:৪০ এএম

নেত্রকোনায় মদসহ পুলিশ কনস্টেবল ও সেনা সদস্য আটক

নেত্রকোনায় মদসহ পুলিশ কনস্টেবল ও সেনা সদস্য আটক

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ এক পুলিশ কনস্টেবল ও একজন সেনা সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা চানখার মোড় এলাকার কিনাহালা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছে- মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে চট্টগ্রামে কর্মরত পুলিশ সদস্য তুষার আবেদীন শুভ (২১) এবং ঢাকার গাজীপুরে কর্মরত সেনা সদস্য মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ফয়সাল আহমেদ তমাল (২০)।

পুলিশ এসময় তাদের নিকট থেকে ভারতীয় ১১ বোতল মদ জব্দ করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। 

কলমাকান্দা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে আসছিল। সদর উপজেলার চানখার মোড় এলাকার কিনাহালা এলাকায় পৌঁছলে সন্দেহমূলকভাবে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ১১ বোতল ভারতীয় মদ জব্দ করে। মঙ্গলবার তাদের কোর্টে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 

কেএসটি