• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৪, ২০১৯, ০১:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৪, ২০১৯, ০১:৫৪ পিএম

টাঙ্গাইলে ডিসির গাড়ি ভাঙচুর, ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

টাঙ্গাইলে ডিসির গাড়ি ভাঙচুর, ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলী এলাকায় জেলা প্রশাসকের (ডিসি) গাড়ি ভাঙচুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছে যানজটে আটকে পড়া বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৪জুন) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পুংলী ও বিক্রমহাটি এলাকায় যানজটের প্রতিবাদে উত্তরবঙ্গগামী যানবাহন থেকে যাত্রীরা নেমে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ডিসি মো. শহীদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান তাদের সঙ্গে কথা বলতে যান। এসময় উত্তেজিত জনতা ডিসির গাড়ি ভাঙচুর ও ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কের দুইপাশে অন্তত ৫৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

যাত্রীরা জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে তারা চরম দুর্ভোগে পড়েছেন।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, সকাল থেকে সিরাজগঞ্জের যানজট থাকায় এ পাশ থেকে গাড়ি ছাড়তে না পারায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোল আদায় বন্ধ থাকে। সেজন্য এ যানজটের সৃষ্টি।

আরএম/টিএফ