• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৮:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৮:১৮ পিএম

শিক্ষককে পিটিয়ে হত্যা করল ভাতিজারা

শিক্ষককে পিটিয়ে হত্যা করল ভাতিজারা
ভাতিজাদের হাতে নিহত শিক্ষক কুতুব উদ্দিন ছবি : জাগরণ

নেত্রকোনার পূর্বধলায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা কুতুব উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা আজিজুল হক, মোজাম্মেল হক ও তাদের লোকজন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে।

কুতুব উদ্দিন (৬৫) ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলার ভবানীপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কুতুব উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে তার ভাই সামছুল ইসলামের ছেলে আজিজুল হক ও মোজাম্মেল হকের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কুতুব উদ্দিনের ওপর চড়াও হয় ভাতিজা মোজাম্মেল হক ও আজিজুল হক। হামলাকারীরা কুতুব উদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে হামলাকারীরা বাড়ি ছেড়ে পালিয়েছে। পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

এনআই