• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৮:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৮:৫০ পিএম

গাইবান্ধায় একসঙ্গে চার সন্তানের জন্ম

গাইবান্ধায় একসঙ্গে চার সন্তানের জন্ম
গাইবান্ধা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন ভ্যানচালক শাহ আলমের স্ত্রী দুলালী বেগম ছবি : জাগরণ

গাইবান্ধায় দুলালী বেগম (৩২) নামের এক প্রসূতি মা একসঙ্গে চারটি সন্তানের জন্ম দিয়েছেন। চার সন্তানের মধ্যে দুটি ছেলেশিশু ও দুটি মেয়েশিশু। বর্তমানে মাসহ চার শিশুই সুস্থ আছে।

শনিবার (৮ জুন) রাতে শহরের কলেজ রোডের গাইবান্ধা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। দুলালী বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুল তাইড় গ্রামের ভ্যানচালক শাহ আলমের স্ত্রী।

গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, শনিবার বিকেলে দুলালী বেগম পেটের ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। আলট্রাসনোগ্রাম করে ধারণা করা হচ্ছিল তার তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপাচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

একসঙ্গে চার সন্তান হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ভিড় জমায়। ডা. একরাম আরও জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম তাদের ক্লিনিকে এটাই প্রথম।

এনআই