• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০১৯, ০৯:৩৫ পিএম

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার বড়তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সুজন মিয়া (১৪) ও রিফাত মিয়া (১২)। তারা উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে।

খবর পেয়ে আশুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। নিহত দুই ভাই ঢাকার মালিটোলা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসে সুজন ও রিফাত। বিকেলে তারা বাড়ির পাশে রেললাইনে বসে কথা বলছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই লাইনটিতে চলে আসায় তারা অপর লাইনে চলে যায়। কিন্তু একই সময়ে অপর লাইনেও ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই  ভাইয়ের মৃত্যু হয়।

আশুগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নুরুন্নবী জানান, শনিবার বিকেলে চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনআই